সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৭ ডেঙ্গু আক্রান্ত রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪৯ জনে। আর শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯৮৪ জনে।
সোমবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া একজন ময়মনসিংহ বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ৫৭২ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৬১৫ জন; আর ৯৫৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ ছাড়াও হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৪ জন, ঢাকা বিভাগে ২০ জন, ময়মনসিংহে সাতজন, চট্টগ্রামে ২৫ জন, খুলনায় ছয়জন, রাজশাহীতে দুইজন, বরিশাল বিভাগে দুইজন এবং সিলেট বিভাগে একজন।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ