ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পঙ্গু হাসপাতালে কৃত্রিম পা লাগানোর তথ্য ভুয়া

প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২১, ১৪:৩৯

পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) বিনামূল্যে কৃত্রিম পা লাগানো হচ্ছে এমন তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব খবর পেয়ে অনেকেই ভিড় জমাচ্ছেন হাসপাতালে। যদিও বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরে কপি-পেস্ট করে ফেসবুকের অসংখ্য আইডি ও পেজ থেকে এ ধরনের তথ্য পোস্ট ও শেয়ার করা হয়েছে।

রাকিব খাঁন নামে একজন এমন সেবার তথ্য পেয়ে পঙ্গু হাসপাতালে ছুটে যান। তিনি বলেন, আমি নিজে গিয়ে এমন সত্যতা পাইনি। হাসপাতালের ডাক্তাদের সঙ্গে কথা বলেছি। তারা বললেন ভুল তথ্য পেয়ে আমি এখানে এসেছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটিতে বলা হয়, “যদি কারো পরিচিত এমন কেউ থাকে যার হাঁটুর উপরে অথবা নিচের দিকে পা নেই বা কেটে ফেলা হয়েছে, তাকে অবশ্যই ‘পঙ্গু হাসপাতাল (NITOR) এর ৩য় তলায় (শ্যামলী, ঢাকা)’ এসে যোগাযোগ করতে বলবেন। সেখানে বিনামূল্যে কৃত্রিম পা লাগানো হবে। এজন্য বিদেশ থেকে বিশেষজ্ঞরা এসেছেন এবং ১৫ অক্টোবর পর্যন্ত থাকবেন। যদি কারো পরিচিত জনের এই সমস্যা থাকে তাহলে অতি দ্রুত সেবাটি গ্রহণের অনুরোধ জানাচ্ছি। আপনার এটুকু তথ্য হয়তো কোন এক প্রতিবন্ধী ভাই/বোনকে তার পা হারানোর বেদনা হতে ক্ষাণিক পরিত্রাণ পেতে সাহায্য করবে।”

বাংলাদেশের মইন ফাউন্ডেশন এবং ভারতের ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির উদ্যোগে এ কৃত্রিম পা সংযোজন করা হয়ে থাকে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ