মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ২৪ অক্টোবর ২০২৪, ২৩:১৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। একই সময়ে নতুন করে ১ হাজার ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেয়া তথ্য থেকে জানা যায়।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে এবং মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৪ হাজার ২২৫ জন।

নতুন আক্রান্ত ১ হাজার ২৯ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় রয়েছেন ৩৯৯ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ১৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৩ জন, খুলনা বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ