রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু

প্রকাশনার সময়: ০৩ মে ২০২৪, ২৩:৩৯

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তিন জনই ঢাকার বাসিন্দা। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন। এরমধ্যে ঢাকা মহানগরের তিনজন ও ঢাকার বাইরের ছয়জন।

শুক্রবার (৩ মে) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, মারা যাওয়া তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। চলতি বছরে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়ে ২৭ জনের। এর মধ্যে ঢাকা মহানগরে ১৬ জন ঢাকার বাইরে ১১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে আক্রান্ত ৯ ডেঙ্গু রোগীর সাতজন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে দুইজন রোগী ভর্তি হয়েছে।

নতুনদের নিয়ে চলতি বছরে এ পর্যন্ত দুই হাজার ২৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলো। এর মধ্যে ঢাকা মহানগরে ৮৬৬ জন ও ঢাকার বাইরে এক হাজার ৩৭৩ জন।

এ বছর জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিন জনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসের প্রথম তিনদিনে ৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে তিনজনের।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ