ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

গর্ভনিরোধক পদ্ধতি নিয়ে প্রচলিত যে ৮ ভুল ধারণা

প্রকাশনার সময়: ২০ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৪

গর্ভনিরোধক বড়ি, পিল, কনডোম, কপার টি- এগুলো জন্মনিয়ন্ত্রণের নানা পদ্ধতি৷ কিন্তু এগুলো সম্পর্কে কিছু ভুল ধারণা প্রচলিত আছে৷ আজ থাকছে গর্ভনিরোধক পদ্ধতি সম্পর্কে আটটি তথ্য৷

১) জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে ওজন বাড়ে : অনেক বছর আগে যখন জন্মনিয়ন্ত্রণ বড়ি বাজারে আসে, তখন তাতে এমন কিছু পদার্থ ছিল, যার কারণে মেয়েরা সহজে মুটিয়ে যেতো৷ কিন্তু আধুনিক গর্ভনিরোধক বড়িতে এ ধরনের কোনো সমস্যার ঝুঁকি নেই৷ তারপরও অবশ্য অনেকেই প্রাচীন ধারণাটিই পোষণ করেন৷

২) কনডমের ব্যবহার যৌন আনন্দ কমায় : কনডম ভীষণ পাতলা পর্দা দিয়ে তৈরি আর এতে আছে লুব্রিকেন্ট, তাই এর উপস্থিতি অনুভবই করা যায় না৷ কিন্তু অনেকেরই ধারণা, এতে যৌন আনন্দ অনেকটা কমে যায়, যা একেবারেই ভুল৷ বরং লুব্রিকেন্টের উপস্থিতি আনন্দকে আরো বাড়াতে সাহায্য করে৷

৩) পিল সন্তান ধারণ ক্ষমতা কমায় : অনেকের ধারণা, দীর্ঘদিন ধরে গর্ভনিরোধক বড়ি বা পিল গ্রহণ করলে সন্তানধারণ ক্ষমতা কমে যায়৷ এটাও ভুল৷ আপনি যখন সন্তান নিতে চাইবেন, তখন বড়ি সেবন বন্ধ করে দিলেই হবে৷ কোনো সমস্যা হওয়ার কথা নয়৷

৪) দু’টি কনডমে অতিরিক্ত সুরক্ষা : জন্ম নিয়ন্ত্রণের জন্য একটি কনডমই যথেষ্ট৷ দু’টি কনডম ব্যবহারে হিতে বিপরীত হতে পারে৷ অর্থাৎ কনডম দু’টি ফেটে গিয়ে দেখা দিতে পারে বিপত্তি৷

৫) স্তন্যদানের সময় বড়ি খাওয়া উচিত নয় : এটি একেবারেই ভুল ধারণা৷ আপনি যদি গর্ভধারণ থেকে বিরত থাকতে চান, তবে নিয়মিত আপনাকে পিল সেবন করতে হবে৷ শিশু বুকের দুধ খেলে তা গর্ভনিরোধের কাজ করবে, এমনটা ভাবা ভুল৷

৬) মাসিকের সমস্যায় গর্ভনিরোধক বড়ি কাজে দেয় না : এমন ধারণা বা বিশ্বাসের পক্ষেও কোনো যুক্তি নেই৷ অনিয়মিত ঋতুস্রাব বা ‘মাসিক’ অনিয়মিত হলে চিকিৎসক প্রায় সময়ই পিল সেবনের পরামর্শ দেন৷ এতে ‘মাসিক’ সমস্যায় সমাধান পাওয়া যায়৷

৭) কনডম শুধু পুরুষরাই ব্যবহার করতে পারে : বাজারে কিন্তু নারীদের কনডমও পাওয়া যায়৷ এটাও পুরুষদের কনডমের মতোই৷ তবে তা নারীদের যোনিতে স্থাপন করতে হয়৷

৮) আই পিল এ গর্ভপাতের সম্ভাবনা : আই পিল বা এমারজেন্সি পিল ব্যবহার করলে গর্ভপাতের সম্ভাবনা বেশি থাকে বলে অনেকের ধারণা, যা ভুল, কেননা, এমারজেন্সি পিল সহবাস করার ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রহণ করতে হয়৷ আর আপনি যদি গর্ভবতী হন, তাহলে নিশ্চয়ই এটা ব্যবহার করবেন না৷ সে অবস্থায় ব্যবহার করলে কোনো ফল পাওয়ার সম্ভাবনা নেই৷ তথ্য ও সূত্র : ডয়েচে ভেলে

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ