বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বলেছেন, ছুটির দিনে জনসমাগম ও বিশ্বব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ করোনা ধরনের বিস্তারের কারণে গত মাসে কোভিড-১৯-এর সংক্রমণ বেড়েছে। ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ডিসেম্বরে বিশ্বব্যাপী প্রায় ১০ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই সময় বিশ্বের প্রায় ৫০টি দেশে করোনায় হাসপাতালে ভর্তি ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তার বেশির ভাগ ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে।
জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক সাংবাদিকদের বলেন, যদিও মহামারির সময়ের তুলনায় মাসে ১০ হাজার মৃত্যু অনেক কম, তবে এত দিন পর এসে প্রতিরোধযোগ্য স্তরে এই মৃত্যু গ্রহণযোগ্য নয়।
তেদরোস আধানোম বলেন, এটি ‘নিশ্চিত’ যে অন্যান্য জায়গায় সংক্রমণ বাড়ছে, যার সব জানা যাচ্ছে না বা রিপোর্ট করা হচ্ছে না। তিনি সব দেশের সরকারকে নজরদারি বজায় রাখতে এবং চিকিৎসা ও টিকা সরবরাহ অব্যাহত রাখার আহ্বান জানান।
ডব্লিউএইচওর মহাপরিচালক বলেন, ‘জেএন.১ ভেরিয়েন্ট’ এখন বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য, যা ওমিক্রনের একটি ধরন। তাই বর্তমান টিকাগুলোতে এখনো সুরক্ষা থাকার কথা।
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ