ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনার চতুর্থ ডোজ আজ থেকে, পাবেন যারা

প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২২, ০৭:২৭

আজ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার চতুর্থ ডোজ দেয়া হবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ও লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হক বলেন, মঙ্গলবার থেকে ঢাকাসহ সারাদেশে করোনার চতুর্থ ডোজ টিকা কার্যক্রম শুরু করছি। দেশের প্রতিটি কেন্দ্রেই অন্যান্য ডোজ টিকার সাথে চতুর্থ ডোজও প্রয়োগ করা হবে। এ লক্ষ্যে আমাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

যদিও এর আগে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল, দেশে পরীক্ষামূলকভাবে রাজধানীর ৭টি কেন্দ্রে কিছু মানুষকে ৪র্থ ডোজের টিকা প্রয়োগ করা হবে এবং দুই সপ্তাহ তাদের পর্যবেক্ষণ শেষে সারাদেশেই দেয়া হবে। তবে অন্যান্য ডোজের ন্যায় ৪র্থ ডোজ আপাতত গণহারে দেয়া হচ্ছে না। প্রথম ধাপে ৫ শ্রেণির মানুষ পাবে দ্বিতীয় বুস্টার বা চতুর্থ ডোজের টিকা। বয়স্ক ব্যক্তি ছাড়াও, অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মা এবং ফ্রন্টলাইন কর্মীদের চতুর্থ ডোজ দেয়া হবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ