ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

দেশে করোনায় ফের ১ জনের মৃত্যু, আক্রান্ত ১৪

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২২, ১৭:৪৮ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২, ১৭:৫৫
ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৪ জন। টানা কয়েকদিন ধরে চলে আসা মৃত্যুহীন দিনের ধারা ভাঙল।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮৩টি করোনা পরীক্ষাগারে মোট এক হাজার ৬৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছুসহ পরীক্ষা করা হয় ১ হাজার ৬৯৫টি। পরীক্ষায় আরও ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৯১১ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬০ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৭৩০ জনে। আর এই ভাইরাসে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৮ জন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ