টুইটারে স্পর্শকাতর তথ্য কোম্পানির বাইরে পাচার করলে কর্মীদের চাকরিচ্যুতি করার হুমকি দিয়েছেন সাইটটির প্রধান নির্বাহী ইলন মাস্ক।
মাস্ক বলেন, টুইটারের অনেক গোপন তথ্য ফাঁসের প্রমাণ রয়েছে। কোম্পানির কিছু কর্মী চুক্তি লঙ্ঘন করে এসব কাজ করে চলছেন। এ বিষয়ে শুধু একবারই সতর্ক করা হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এ ধরনের চুক্তি লঙ্ঘন করে, তবে তাকে ক্ষতিপূরণ দিতে হবে।
কর্মীদের কাছে পাঠানো এক মেইলে মাস্ক বলেন, অনিচ্ছাকৃত কোনো ভুলের জন্য ক্ষমা করা হবে। কিন্তু গণমাধ্যমে কোম্পানির কোনো গোপন তথ্য প্রকাশ হলে তার প্রাপ্য পাবেন কর্মীরা। এ সময় এ নির্দেশ বুঝতে পেরেছেন এমন একটি অঙ্গীকারেও স্বাক্ষর করতে হবে কর্মীদের এমনটা জানান তিনি।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ