ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তথ্য ফাঁস করলেই চাকরিচ্যুতি টুইটার কর্মীদের : মাস্ক

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২২, ১৪:৩৩

টুইটারে স্পর্শকাতর তথ্য কোম্পানির বাইরে পাচার করলে কর্মীদের চাকরিচ্যুতি করার হুমকি দিয়েছেন সাইটটির প্রধান নির্বাহী ইলন মাস্ক।

মাস্ক বলেন, টুইটারের অনেক গোপন তথ্য ফাঁসের প্রমাণ রয়েছে। কোম্পানির কিছু কর্মী চুক্তি লঙ্ঘন করে এসব কাজ করে চলছেন। এ বিষয়ে শুধু একবারই সতর্ক করা হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এ ধরনের চুক্তি লঙ্ঘন করে, তবে তাকে ক্ষতিপূরণ দিতে হবে।

কর্মীদের কাছে পাঠানো এক মেইলে মাস্ক বলেন, অনিচ্ছাকৃত কোনো ভুলের জন্য ক্ষমা করা হবে। কিন্তু গণমাধ্যমে কোম্পানির কোনো গোপন তথ্য প্রকাশ হলে তার প্রাপ্য পাবেন কর্মীরা। এ সময় এ নির্দেশ বুঝতে পেরেছেন এমন একটি অঙ্গীকারেও স্বাক্ষর করতে হবে কর্মীদের এমনটা জানান তিনি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ