ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬

অবশেষে সচল হলো ফেসবুক

প্রকাশনার সময়: ০৫ মার্চ ২০২৪, ২২:৪১ | আপডেট: ০৫ মার্চ ২০২৪, ২২:৫১

এক ঘণ্টার বেশি সময় নিষ্ক্রিয় থাকার পর অবশেষে সচল হলো বিশ্বের বহুল জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক।

এর আগে মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ফেসবুকের সার্ভার ডাউন হয়ে পড়ে। এতে ফেসবুক অ্যাপ্স থেকে একাউন্টের লগ ইন ছেড়ে দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যবহারকারীরা। পরে এক ঘণ্টা পর রাত সাড়ে দশটা নাগাদ সচল হয় সামাজিক মাধ্যমটি।

বিশ্বজুড়ে ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামেও এ সমস্যা দেখা দিয়েছিল। এ নিয়ে সাবেক টুইটার এক্স'এ এসে একটি বার্তা দেন মেটার কর্ণধার মার্ক জাকারবার্গ।

বার্তায় ব্যবহারকারীদের ধৈর্য ধরে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন তিনি। বার্তায় লিখেছেন, বন্ধুরা, আনন্দ কর! কয়েক মিনিট অপেক্ষা করুন, সব সমাধান হয়ে যাবে।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ