বিস্ফোরণের ঝুঁকি থাকায় ২০০৩ থেকে ২০০৫ মডেলের গাড়ি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে টয়োটা। সম্প্রতি এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, এসব মডেলের গাড়িগুলোর এয়ারব্যাগ বিস্ফোরণ হতে পারে। ফলে উচ্চগতিতে প্রাণঘাতী ছোট ছোট ধারালো ধাতবাংশ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
সম্প্রতি বিবিসির খবরে বলা হয়েছে, টয়োটার এসব মডেলের গাড়িতে ব্যবহার করা হয়েছে তাকাতা কোম্পানির এয়ারব্যাগ। যাতে রয়েছে বিস্ফোরণের ঝুঁকি। ইতোমধ্যে এমন সতর্কতা জানিয়ে ৫০ হাজার মার্কিন গ্রাহককে গাড়ি নিয়ে রাস্তায় না নামার অনুরোধ করেছে টয়োটা।
মূলত ২০০৩-০৪ মডেলের করোলা এবং করোলা ম্যাট্রিক্স, ২০০৩-০৪ মডেলের রেভ-৪ গাড়িগুলোতে এই ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়াও তাকাতা কোম্পানির এয়ারব্যাগের এই ত্রুটি টয়োটা ছাড়াও অন্তত ২০টি অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রায় ১০ কোটি গাড়িকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
নয়াশতাব্দী/ডিএ/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ