ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬

সর্বনিম্ন রিচার্জ: সিদ্ধান্ত থেকে সরে আসলো গ্রামীণফোন

প্রকাশনার সময়: ১০ জানুয়ারি ২০২৪, ১৬:৩৭

মোবাইল রিচার্জে সর্বনিম্ন সীমা ৩০ টাকা করার সিদ্ধান্ত থেকে আপাতত সরে আসলো মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন। আগের মতো সর্বনিম্ন ২০ টাকাই রিচার্জ করা যাবে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সর্বনিম্ন রিচার্জ আপাতত ২০ টাকাই থাকছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে সর্বনিম্ন রিচার্জ সীমা ৩০ টাকা করার ঘোষণা দেয় মোবাইল অপারেটরটি। যদিও সন্ধ্যার দিকে সেই বার্তা আর অ্যাপে দেখা যায়নি।

এদিকে গ্রামীণফোনের এমন ঘোষণায় নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘোষণাকে গলাকাটার পদ্ধতি বলে দাবি করেন বিশ্লেষকরা। এমনকি গ্রামীণফোন বয়কটের ডাকও দেয় দেশের তরুণ সমাজ।

নয়া শতাব্দী/আতারা/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ