বিজ্ঞানের বদৌলতে মানুষের জীবন সহজ থেকে সহজতরও হয়ে উঠেছে। এখন আর বাস কাউন্টারে গিয়ে টিকিট করতে হবে না। ভোগান্তি কমাতে এবার হোয়াটসঅ্যাপেই কাটা যাবে বাসের টিকিট।
সোমবার (১১ ডিসেম্বর) এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
কর্মকর্তারা জানান, শিগগিরই চালু হতে যাচ্ছে এমন সেবা । সরকার রাজধানীতে এ ধরনের পরিসেবা চালুর পরিকল্পনা করছে। মেট্রোর আদলে বাসেও এ সেবা চালুর ব্যাপার কাজ চলমান রয়েছে। তবে এ সেবাটি কার্যকর করা হবে প্রতিবেশী দেশ ভারতে।
কর্মকর্তারা আরও জানান, ডিটিসি ও ক্লাস্টার বাসের জন্য নগর কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মেট্রোরেলে এরই মধ্যে এ সেবা চালু রয়েছে। চলতি বছরের মে মাসে হোয়াটসঅ্যাপে এ পরিসেবা চালু করা হয়। পরে এটি র্যাপিড ট্রানজিট সিস্টেমে যুক্ত করা হয়।
মোট্রোরেলে টিকিট কাটার জন্য গ্রাহককে হোয়াটসঅ্যাপের নির্ধারিত নম্বরে হাই লিখে বার্তা পাঠাতে হয়। এছাড়া স্মার্টফোনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমেও অনায়াসে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে।
হোয়াটসঅ্যাপে এ সুবিধা জীবনকে সহজ করে তুললেও এটির নেতিবাচক দিক রয়েছে। এ অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে সেটি কোনোভাবে আর বাতিলের সুযোগ থাকে না।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ