ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুই গ্রহে পানির সন্ধান

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২২, ১৪:২৯

সৌরজগতের বাইরে পৃথিবী থেকে ২১৮ আলোকবর্ষ দূরে লিরা নক্ষত্রমণ্ডলে দুটি গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। গ্রহ দুটিতে বিপুল পরিমাণ পানি রয়েছে বলে আশা করছেন তারা। এ জন্যই এই দুই গ্রহকে ‘ওয়াটার ওয়ার্ল্ড’ বলে বর্ণনা করেছেন তাঁরা।

যে গ্রহ দুটি ঘিরে এই আশা বিজ্ঞানীদের সেই গ্রহ দুটি হলো কেপলার-১৩৮সি এবং কেপলার-১৩৮ডি। লাল বামন (ছোট) নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা এই গ্রহমণ্ডলী পৃথিবীর মতো নয়।

নাসা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। তাতে বলা হয়েছে, গবেষক দলের প্রধান ক্যারোলিন পিউলেট ও তাঁর সহকর্মীরা সৌরজগতের বাইরে দুটি গ্রহ আবিষ্কার করেছেন। গ্রহ দুটির বেশির ভাগ অংশ পানিতে তলিয়ে রয়েছে।

গ্রহ দুটিই আকারে পৃথিবীর অর্ধেক। যে নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহ দু’টি ঘুরছে সেই নক্ষত্রসহ গ্রহ দুটি আবিষ্কার করেছিল নাসার কেপলার টেলিস্কোপ। সেই গ্রহ দু’টিকে পর্যবেক্ষণ করে পাওয়া নানা তথ্য খতিয়ে দেখে বিজ্ঞানীরা মনে করছেন, সেখানে এমন কিছু আছে যা পাথরের থেকে হালকা কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়ামের থেকে ভারী।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ