ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বের প্রথম রোবট আইনজীবী!

প্রকাশনার সময়: ১৫ নভেম্বর ২০২২, ১৬:২৫

প্রতিনিয়ত আসছে নিত্য-নতুন প্রযুক্তি। সেই প্রযুক্তি ব্যবহার করে মানুষ নানা অসাধ্য সাধন করে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হচ্ছে রোবট। মানুষের বিকল্প কর্মীবাহিনী হিসেবে কিছু প্রতিষ্ঠানে রোবট ব্যবহারের কথাও আগেই জানা গেছে। তবে আইনজীবী হিসেবে রোবটের ব্যবহার হয়তো অবিশ্বাস্য শোনাবে। কিন্তু আগামী বিশ্বে তেমনটাই ঘটতে যাচ্ছে। কারণ, আইনি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারের ব্যবহারের ব্যাপক হারে বাড়ছে।

আইনি সহায়তার জন্য ব্যবহারের জন্য ব্রিটিশ-আমেরিকান তরুণ উদ্যোক্তা জশুয়া ব্রাওডার একটি অ্যাপ তৈরি করেছেন। ‘ডু নট প্লে’ নামের অ্যাপটিকে বিশ্বের প্রথম ‘রোবট আইনজীবী’ হিসেবে দাবি করেছেন জশুয়া।

মানুষের আইনি সহায়তা দিতে অ্যাপটি দারুণ কার্যকর বলেও জানিয়েছেন জশুয়া। অ্যাপটি কীভাবে কাজ করে, তার একটি বর্ণনাও দেয়া হয়েছে ওই প্রতিবেদনে।

ধরুন, গাড়ি পার্কিংয়ের জন্য আপনাকে অর্থ জরিমানা করেছে আইন প্রয়োগকারী সংস্থা। আপনি সেই জরিমানার বিরুদ্ধে আপিল করতে চাচ্ছেন। তাহলে খুব সহজেই আপনি অ্যাপটির চ্যাটবুটে আপনার সমস্যার কথা বলুন। এরপর আইনি মোকাবিলায় আপনার করণীয়, আপিল আবেদনের সবচেয়ে উপযুক্ত ভাষাসহ বিভিন্ন বিষয়ে আপনাকে পরামর্শ দেবে অ্যাপটি।

অ্যাপটির নির্মাতা জশুয়া বলেছেন, চ্যাটবুটে মানুষ নিজের মতো করে বক্তব্য তুলে ধরতে পারেন। সেই অনুযায়ী মেশিন লার্নিং মডেলের এই সফটওয়্যার আইনগতভাবে সঠিক পন্থা বাতলে দেয়।

২৪ বছর বয়সি জশুয়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিলিকন ভ্যালিতে। সেখানে তার ব্যবসা-প্রতিষ্ঠানও রয়েছে। কিন্তু তার ব্যবসা-প্রতিষ্ঠান গড়ে ওঠে যুক্তরাজ্যের লন্ডনে, ২০১৫ সালে। ওই সময় ব্রাওডারের বয়স ছিল মাত্র ১৮ বছর। এরপর তিনি সিলিকন ভ্যালিতে পাড়ি জমান। অ্যাপটিতে দারুণ সাড়াও ফেলেছে। বর্তমানে অর্থ দিয়ে অ্যাপটি ব্যবহারকারীর সংখ্যা দেড় লাখের ওপরে। তবে কিছু মানুষের অভিযোগ— অ্যাপটির আইনগত উপদেশ পুরোপুরি সঠিক হয় না। তবে ব্রাওডার দাবি করেছেন—সামগ্রিকভাবে অ্যাপটির সাফল্যের হার ৮০ শতাংশ। বিবিসি।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ