টুইটারে টাকা দিলেই মিলবে নিজের নামের পাশে ব্লু টিক চিহ্ন। অর্থাৎ অ্যাকাউন্টধারীকে প্রতিমাসে দিতে হবে প্রতি মাসে ৮ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০০ টাকা।
সপ্তাহখানেক আগে ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটারের মালিকানা কিনে নেওয়ার পরই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এই মাধ্যমটিতে পরিবর্তন আনার ইঙ্গিত দেন মাস্ক। টুইটার কিনে নেওয়ার পর তিনি বলেছিলেন, ‘স্পাম/স্ক্যামকে পরাজিত করা জরুরি’।
সদ্য টুইটার কেনা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক বলেছেন, যারা অর্থ খরচ করে নামের পাশে ব্লু টিক চিহ্নটি নেবেন তারা রিপ্লাই এবং তথ্য খোঁজার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়া তাদের সামনে সাধারণের চেয়ে অর্ধেকেরও কম বিজ্ঞাপন প্রদর্শিত হবে।
অর্থের বিনিময়ে ব্লু টিক সেবা দেওয়ার ব্যাপারে ইলন মাস্ক টুইটে লিখেছেন, জনগণের ক্ষমতা! ব্লু, প্রতি মাসে আট ডলারে। আজ বুধবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ