বান্দরবানের আরও দুটি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
রোববার (২৩ অক্টোবর) জেলা ম্যাজিস্ট্রেট (রুটিন দায়িত্ব) মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বান্দরবান সেনানিবাসের ২২ অক্টোবর এক চিঠির আলোকে বান্দরবান রিজিয়ন কর্তৃক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে আলীকদম ও থানছি উপজেলায় স্থানীয় এবং বিদেশি পর্যটকদের ভ্রমণ ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর নিষিদ্ধ করার কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে গহীন জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য ১৭ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা বলবৎ আছে। এই নিয়ে জেলার সাতটি উপজেলার মধ্যে চারটি উপজেলায় পর্যটকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো।
উল্লেখ্য, ১০ অক্টোবর থেকে পাহাড়ে লুকিয়ে থাকা জঙ্গি এবং সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এ পর্যন্ত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সাত জঙ্গি এবং তিন জনস্থানীয় সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ