ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

নতুন প্রজাতির কাঁকড়ার সন্ধান পেলেন বিজ্ঞানীরা

প্রকাশনার সময়: ০২ জুলাই ২০২২, ০৫:৩৫

বিজ্ঞানীরা সম্প্রতি নতুন প্রজাতির একটি কাঁকড়ার সন্ধান পেয়েছেন। সমুদ্রে থাকা অন্যন্য প্রাণী থেকে নিজেকে বাঁচাতে লোম দিয়ে আড়াল করতে পারে এ কাঁকড়াটি।

তুলতুলে এ কাঁকড়াটি সমুদ্রে থাকা জীবন্ত স্পঞ্জ ব্যবহার করে নিজেকে আবৃত করে।

ইউএসএটুডেতে তাদের প্রকাশিত একটি রিপোর্টে জানিয়েছে, নতুন প্রজাতির কাঁকড়াটির নাম দেওয়া হয়েছে লামার্কড্রোমিয়া বিগেলস। এটি ড্রোমিডে কাঁকড়ার অন্তর্ভুক্ত। যা স্পঞ্জ কাঁকড়া হিসেবে পরিচিত।

গার্ডিয়ান জানিয়েছে, নতুন প্রজাতির এ কাঁকড়াটি পশ্চিম অস্ট্রেলিয়ার একটি পরিবার খুঁজে পান। কাঁকড়াটি সম্পর্কে জানতে স্থানীয় একটি জাদুঘরে পাঠান তারা।

পশ্চিম অস্ট্রেলিয়ার জাদুঘরের কিউরেটর ড. অ্যান্ড্রু হোয়েস গার্ডিয়ানকে বলেছেন, স্পঞ্জ বাড়তে থাকে এবং কাঁকড়াটির পেছন পর্যন্ত বিস্তৃতি হয়।

তিনি আরো বলেন, এটি কখনো আটকায় না।এটি কাঁকড়ার ওপরে সুন্দর একটি ক্যাপ তৈরি করে যা খুব সুন্দরভাবে উপরিভাগে লেগে যায়।

ড, অ্যান্ড্রু হোয়েস আরও বলেছেন, স্পঞ্জটি কাঁকড়ার চেয়েও বড় হতে পারে এবং রাসায়নিক প্রতিরোধক তৈরি করে।

তিনি জানান, এরকম স্পঞ্জ সমৃদ্ধ কাঁকড়া অন্য কোনো সামুদ্রিক প্রাণী খাবে না। সূত্র: এনডিটিভি

নয়া শতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ