টানা ১৮ ঘণ্টা ধরে জ্বলছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন। এরই মাঝে ঝরে গেছে আট ফায়ার ফাইটারসহ ৫০ তাজা প্রাণ। দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি দুই শতাধিক মানুষ।
ফায়ার সার্ভিস বলছে, লাশের সারি আরও দীর্ঘ হতে পারে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা।
আহতদের চিৎকার, কান্না আর স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। এ ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ।
কিন্তু ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কেন সীতাকুণ্ডের আগুন নেভানো সম্ভব হচ্ছে না?
ফায়ার সার্ভিস জানিয়েছে, ডিপোটির কনটেইনারে হাইড্রোজেন পার-অক্সাইড নামের রাসায়নিক পদার্থ ছিল। যার কারণেই এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। আর এই পর্দাথের কারণেই পানি দিয়ে আগুন নেভানো সম্ভব হচ্ছে না।
হাইড্রোজেন পার-অক্সাইডের কারণে লাগা আগুন কেন পানিতে নেভানো যায়না ?
হাইড্রোজেন পার-অক্সাইড কারণে লাগা আগুন পানি দিয়ে নেভানো যায় না। বরং এতে আগুনের মাত্রা আরও বাড়ে। রাসায়নিকের কারণে লাগা আগুন নেভাতে হয় ফগ সিস্টেমে। কিংবা ব্যবহার করা হয় ফোম কিংবা ড্রাই পাউডার জাতীয় অগ্নি নির্বাপণ যন্ত্র। এ কারণে পানির সাহায্যে এই আগুন নেভানো সম্ভব নয়।
নয়া শতাব্দী/এডি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ