ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

অনলাইনে আম কিনবেন যেভাবে

প্রকাশনার সময়: ৩১ মে ২০২২, ১৬:৩৯

কয়েক বছর আগেও, অনলাইনে শপিং বা বাজার শখের বসে করা হলেও, বর্তমানে এটি দৈনন্দিন চাহিদার কারণেই করা হচ্ছে। বর্তমানে অনলাইন কেনাকাটার সঙ্গে অভ্যস্ত মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্য, জামা-কাপড়, ইলেকট্রনিক্স পণ্য, খাবার সবকিছুই পাওয়া যায় অনলাইনে। মৌসুমী ফলও এখন মিলছে অনলাইনে। আম, কাঠাল, লিচুসহ পছন্দের সব ফলই পাওয়া যাচ্ছে। ঘরে বসেই অনলাইনে বিভিন্ন জেলার আম কেনা যাচ্ছে।

ফেসবুকভিত্তিক কয়েকটি গ্রুপের পাশাপাশি নামী-দামি একাধিক ই-কমার্স প্লাটফর্মে পাওয়া যাচ্ছে নানা জাতের আম। তাহলে চলুন জেনে নিই, যেসব প্লাটফর্ম থেকে আম অর্ডার করা যাবে-

শপলাভার: এখান থেকে অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই প্রি-অর্ডার করা যাবে। প্রতি কেজি ল্যাংড়া আম ৯৯টাকা দরে কেনা যাবে। তবে ১০ কেজি অর্ডার করলে ডেলিভারি চার্জ লাগবে না। এছাড়াও রাজশাহীর হিমসাগর ও গোপালভোগ কেনা যাবে প্রতি কেজি ৮৯ টাকা দরে। অর্ডার করতে ক্লিক করুন এখানে https://shoplover.com

স্বপ্ন: স্বপ্ন কয়েকটি জাতের আম বিক্রয় করছে। এরমধ্যে গোবিন্দভোগ, ল্যাংড়া ও হিমসাগর অন্যতম। এখানে পাকা আমের পাশাপাশি কাঁচা আমও পাওয়া যাবে। গোবিন্দভোগ প্রতি কেজি ১২৫ টাকা, ল্যাংড়া প্রতি কেজি ১৩০ টাকা ও হিমসাগর প্রতি কেজি ১১৮ টাকা করে অর্ডার করা যাবে। অন্যদিকে কাঁচা আম পাওয়া যাবে কেজি প্রতি ৬৫ টাকা ধরে। স্বপ্ন থেকে অর্ডার করতে ক্লিক করুন এখানে। https://www.shwapno.com/fresh-fruits

মীনা ক্লিক: সুপার শপ মীনা বাজারের অনলাইন শপ মীনা ক্লিকে হিমসাগর ও ল্যাংড়া আম পাওয়া যাচ্ছে। এখান থেকে ন্যূনতম ১ কেজি অর্ডার করা যাবে। কেজি প্রতি দাম গুণতে হবে ১২০ টাকা। তবে পরিস্থিতি অনুসারে দাম বেশি বা কম হতে হবে। মীনা ক্লিক থেকে আম অর্ডার করতে ক্লিক করুন এখানে https://meenaclick.com/category/fruits

চালডাল: প্রতিষ্ঠানটি সিজনের শুরু থেকেই বিভিন্ন ধরণের আম বিক্রি করছে। এতে হিমসাগর ও ল্যাংড়া আম পাওয়া যাচ্ছে। চালডাল থেকে আম কিনতে হলে কমপক্ষে ৩ কেজি অর্ডার দিতে হবে। ৩ কেজি হিমসাগরের দাম ২৯৯ টাকা ও ৩ কেজি ল্যাংড়া আমের দাম রাখা হয়েছে ২৬০ টাকা। অর্ডার করার ১ থেকে ২ দিনের মধ্যেই সাধারণত এসব পণ্য ডেলিভারি দেওয়া হয়। অর্ডার করতে ক্লিক করুন এখানে https://chaldal.com/fresh-fruit

ওয়ালকার্ট: এখান থেকে সাতক্ষীরার হিমসাগর আম, রাজশাহীর গোপালভোগ ও গোপালভোগ আম কেনা যাবে। তবে অর্ডার করতে হবে কমপক্ষে ৫ কেজি। সাতক্ষীরার হিমসাগর আমের ৫ কেজির দাম পড়বে ৫৭৫ টাকা। অন্যদিকে রাজশাহীর গোপালভোগ আম ১০ কেজি অর্ডার করলে লাগবে ৯৫০ টাকা। ওয়ালকার্ট থেকে অর্ডার করতে ক্লিক করুন এখানে https://www.walcart.com/grocery-and-essentials/veg-fruits.html

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ