ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রোবট ইঁদুর চালাবে অনুসন্ধান

প্রকাশনার সময়: ২৫ এপ্রিল ২০২২, ১১:২৬

রোবট ইঁদুর তৈরি করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন চীনের বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা। এটি বানানো হয়েছে অনুসন্ধান ও বিভিন্ন ধরনের উদ্ধার অভিযানে ব্যবহারের জন্য।

ব্যাটারিচালিত এই ইঁদুরের নাম দেয়া হয়েছে স্মল-সাইজ কোয়াড্রাপড রোবটিক র্যাট বা স্কুরো।

এটি যে কোনো পথেই চলতে পারে, ঢুকতে পারে যে কোনো গুহা বা গর্তে। দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে। প্রয়োজনে অবনত হয়ে সরু পথেও হাঁটতে পারে। স্বাভাবিক ইঁদুরের মতো আওয়াজ করা ছাড়াও এর রয়েছে ডান-বাঁয়ে ও বৃত্তাকারে ঘোরার ক্ষমতা। বহন করতে পারে নিজ ওজনের ৯১ শতাংশ সমপরিমাণ ভার। কোনো কারণে পড়ে বা উল্টে গেলে ফের সোজা হয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছুটতে পারে। কার্যক্রম দেখে বোঝার উপায় নেই— এটি নকল ইঁদুর। নির্মাতারা জানান, সম্প্রতি একটি মাঠে রোবটটির পরীক্ষা নেয়া হয়েছে। এতে দেখা গেছে, সহজেই এটি সাড়ে তিন ইঞ্চি প্রস্থের একটি গর্ত অতিক্রম করেছে। প্রায় দেড় ইঞ্চি উঁচু-নিচু পথে ও ১৫ ডিগ্রি বাঁকের ঢালু রাস্তায় অনায়াসে চলেছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ