সেবা বিক্রির অসম্পূর্ণ তথ্য দেয়া এবং বিটিআরসির নির্দেশনা না মানায় আইআইজি প্রতিষ্ঠান নভোকমকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দীর্ঘ ৭ বছরের বেশি সময় ধরে বিটিআরসিকে দেয়া তাদের মাসিক প্রতিবেদনে পুরো ব্যান্ডউইথের তথ্য প্রদানে ফাঁকি দিয়েছে নভোকম।
এ ছাড়া আয়ের বিষয়েও অসম্পূর্ণ তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি। আর এ কারণেই বিটিআরসি এই জরিমানা আরোপ করেছে।
আইআইজি প্রতিষ্ঠানটির এমপিএলএসের মাধ্যমে তাদের গ্রাহদের যে সেবা দিয়েছে সেখান হতে আসা আয় হতে বিটিআরসির প্রাপ্ত অংশ পরিশোধ করেনি। আর এটি করেছে ৭ বছর ধরে।
প্রতিষ্ঠানটি এ নিয়ে দু:খ প্রকাশ করে বলেছে, তাদের এই ভুল অনিচ্ছাকৃত। তাদের হিসাবে- এ কারণে তাদের কাছে বিটিআরসি পাবে ১ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকা।
বিটিআরসি বলছে, এই টাকার সঙ্গে ভ্যাটসহ বিলম্ব ফিও যোগ হবে। পাওনা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা তারা নিয়েছে। সরকারি রাজস্ব আদায়ে কারও প্রতি শিথিলতা দেখানোর সুযোগ নেই বলে জানিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।
নয়া শতাব্দী/এসকে/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ