ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ কে জানেন?

প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২৪, ১৯:১১

সম্প্রতি বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষের সন্ধান পাওয়া গেছে। গত ৪ মার্চ স্পেনের এক নারী নিজের ১১৭তম জন্মদিন উৎযাপন করেছেন। তার নাম মারিয়া ব্রানিয়াস মোরেরা। তিনি ১৯০৭ সালের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন।

মারিয়া আট বছর বয়সে পরিবারের সঙ্গে স্পেনে চলে আসেন এবং ক্যাটালোনিয়ায় বসবাস শুরু করেন। বর্তমানে তিনি একটি আবাসিক নার্সিংহোমে বাস করছেন এখানে প্রায় ২৩ বছর ধরে আছেন তিনি।

মারিয়া তার ১১৭ তম জন্মদিনে সবার অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অসংখ্য মানুষ তার স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নেওয়ায় তিনি খুশি। মারিয়া ভালো আছেন এবং তিনি তার পরিবার ও সহকর্মীদের সঙ্গে বিশেষ এ দিনটি উদ্‌যাপন করতে পেরে খুবই খুশি।

২০২৩ সালের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস- বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষ হিসেবে মারিয়া ব্রানিয়াস মোরেরাকে স্বীকৃতি দেয়। তার আগে ছিলেন ফরাসি নারী লুসিল র‍্যানডন; যিনি ১১৮ বছর বয়সে মারা যান।

মারিয়া এখনো তার আবাসস্থল ওই নার্সিংহোমে বেশ সক্রিয় জীবনযাপন করেন। এই বয়সেও তিনি সোস্যাল মিডিয়াতে সরব। তার ৮০ বছর বয়সী মেয়ের সহায়তায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহার করেন। সেখানেও তিনি শুভেচ্ছাবার্তা জানান তার শুভাকাঙ্খীদের।

বিশ্বে যাচাই-বাছাই শুরু হওয়ার পর থেকে বর্তমানে মারিয়া হচ্ছেন ১২তম সবচেয়ে বয়সী ব্যক্তি। তিনি যদি আগামী বছর ১১৮তম জন্মদিন উদ্‌যাপন করতে পারেন, তাহলে এ তালিকায় ৫ নম্বরে উঠে আসবেন।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ