ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

হঠাৎ উধাও ফেসবুক!

প্রকাশনার সময়: ০৫ মার্চ ২০২৪, ২১:৩৯ | আপডেট: ০৫ মার্চ ২০২৪, ২১:৫২

মেটার আওতাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছেন না। এমনকি ফেসবুকে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে।

মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।

বিভিন্ন গণমাধ্যম থেকে কর্মীরা নয়া শতাব্দীকে জানিয়েছেন, তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না।

নয়া শতাব্দীর কর্মীরাও ফেসবুক লগইন করতে পারছেন না বলে জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ৫৮৮ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

নয়া শতাব্দীর এক কর্মী বলেন, রাত ৯টার পর অফিসিয়াল ফেসবুক পেইজে নিউজ শেয়ার করার সময় হুট করে দেখি, আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ