বর্তমানে সারা বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। ধীরে ধীরে প্রতিটি ক্ষেত্রেই এটির ব্যবহার শুরু হচ্ছে। এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এআই ফিচার আনার প্রস্তুতি নিচ্ছে।
বার্তা সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অ্যাপ গবেষক আলেসান্দ্রো পালুজি তার এক্সে (সাবেক টুইটার) একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা মেসেজ পাঠানোর সময় এআই ব্যবহার করতে পারবে।
তার এক্স অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের এই আসন্ন ফিচার সম্পর্কে তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইনস্টাগ্রামে মেসেজ লেখার জন্য এবার থেকে এআইকে কাজে লাগানো যেতে পারে।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার ধীরে ধীরে সর্ব ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে। সম্প্রতি স্যামসাং তাদের ফোনের জন্য গ্যালাক্সি এআই ফিচারও চালু করেছে, যা ব্যবহারকারীদের নিমিষেই অনেক কঠিন কাজ জাদুর মতো সহজ করে দেবে।
মাইক্রোসফ্ট সিইও সত্য নাদেলা সম্প্রতি ঘোষণা করেছেন যে, তার সংস্থা ২০ লাখ লোককে এআই প্রশিক্ষণ দেবে, যাতে তারা ভবিষ্যতে চাকরি পায়।
এ ছাড়াও মেটার মালিক মার্ক জাকারবার্গ তার সব প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে এআই ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে। তার জন্যই এই ফিচার নিয়ে আসছে ইনস্টাগ্রাম। খুব শিগগিরই ইনস্টাগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত আরও অনেক ফিচার আসতে পারে বলে এমনটাও মনে করা হচ্ছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ