টাঙ্গাইলের সখীপুরে 'গুড নেইবারস বাংলাদেশ' সিডিপি'র উদ্যোগে বিজ্ঞান মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার কালিয়ান পাড়া গ্ৰামে অবস্থিত গুড নেইবারস বাংলাদেশ (সিডিপি) কার্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। মেলায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা তাদের দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় বিজ্ঞান মেলার প্রকল্পে তুলে ধরেছে।
সিডিপি ম্যানেজার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সহকারী ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম) ঝর্ণা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সখীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাইবুর রহমান, সবুজ বাংলা নিম্ন মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, সখীপুর পিএম পাইলট গভ. স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মধুসূধন, ইছাদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওয়াদুদ হোসেন, আশা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা লাকী আক্তার, সাংবাদিক সোহেল রজত প্রমুখ।
আলোচনা সভা শেষে সিডিপি ম্যানেজার সাইফুল ইসলাম অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করে সখীপুর পিএম পাইলট গভ. স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় হয়েছে জিএনবি সখীপুর আশা বালিকা বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে সবুজ বাংলা নিম্ন মাধ্যমিক বিদ্যানিকেতন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ