শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

হোয়াটসঅ্যাপে ই-মেইল অ্যাড্রেস যুক্ত করবেন যেভাবে

প্রকাশনার সময়: ২৫ নভেম্বর ২০২৩, ১৭:০৮

র্তমান সময়ে যোগাযোগের অন্যতম জনপ্রিয় অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ। দিন দিন নতুন ফিচার আসছে অ্যাপটি। এবার হোয়াটসঅ্যাপে চাইলে আপনি ই-মেইল অ্যাড্রেস যুক্ত করতে পারবেন। অ্যাপে লগ ইন করতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য এই সুবিধা এনেছে মেটা। শুরু হয়ে গিয়েছে এই ফিচারের রোল আউট।

হোয়াটসঅ্যাপে কীভাবে ই-মেইল অ্যাড্রেস লিংক করার কারণ

অ্যাপে লগ ইন করার সময় একটি ৬ ডিজিটের কোড এসএমএস পাঠানো হয় ইউজারের রেজিস্টার্ড মোবাইল নম্বরে। কিন্তু কোনো সময় যদি ওই কোড এসএমের মাধ্যমে না পৌঁছায় বা কোনো সমস্যা হয় তাহলে ইউজার লগ ইন করতে পারবেন না। যে কারণে ইমেইল অ্যাড্রেস লিংক করতে বলছে মেটা। ওই ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড এসএমএসর পাশাপাশি ইমেইলেও পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।

এই ফিচার বর্তমানে আইফোনে ইউজারদের জন্য রোল আউট করা শুরু করেছে হোয়াটসঅ্যাপ। অ্যানড্রয়েড ইউজাররাও পাবেন, তবে বেটা ভার্সনে।

হোয়াটসঅ্যাপ বেটা প্রোগ্রামে অংশ নেওয়ার উপায়-

এর জন্য যেতে হবে প্লে-স্টোরে। সেখানে হোয়াটসঅ্যাাপ হোয়াটসঅ্যাপ লিস্টিং অপশনে ক্লিক করতে হবে। তারপর জয়েন বেটা ভার্সনে ট্যাপ করে যোগ দিতে হবে। যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে প্লে-স্টোরে বিটা প্রোগ্রাম ফুল এই লেখা দেখা যাবে।

হোয়াটসঅ্যাপে ইমেইল অ্যাড্রেস লিংক করবেন কীভাবে?

হোয়াটসঅ্যাপে থ্রি লাইন ডটে ক্লিক করে সেটিংস মেনুতে যেতে হবে।

এখানে অ্যাকাউন্টস অপশনে ক্লিক করতে হবে।

তারপর ইমেইল অ্যাড্রেস অপশনে ক্লিক করতে হবে।

এবার যে ইমেইল দিতে চান সেটি এখানে লিঙ্ক করতে হবে।

মনে রাখবেন ওই ইমেইল যেন অ্যাক্টিভ থাকে। কারণ সেখানে ভেরিফিকেশন কোড পাঠাবে হোয়াটসঅ্যাপ।

এবার ওটিপি দিলেই হোয়াটসঅ্যাপের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে আপনার ইমেইল অ্যাড্রেস।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ