প্রিয় মানুষের সঙ্গে হোটেল রুমে সময় কাটাচ্ছেন আপনি কিন্তু আপনি কি নিরাপদ? আপনার ব্যক্তিগত গোপনীয়তা কি রক্ষা হচ্ছে? অনেক সময়ই তা রক্ষা হয় না। সাম্প্রতিক সময়ে হোটেল রুমে গোপন ক্যামেরা রেখে মানুষকে ব্ল্যাকমেইল করছে অসাধু চক্র। প্রযুক্তির উন্নতিতে অভিনব কায়দা ব্যবহার করছে এসব অপরাধীরা। বড় বিপদ ঘটার আগে সতর্ক হোন।
চলুন জেনে নেওয়া যাক হোটেলের রুমে লাগানো গোপন ক্যামেরা খুঁজে বের করার উপায়-
রুমের সব আলো বন্ধ করে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করুন। গোপন ক্যামেরায় প্রতিফলিত আলো দেখে সনাক্ত করে ফেলুন লুকানো ক্যামেরাটি। মোবাইলের ক্যামেরা অন করে যদি দেখেন কোনও আলোর বিন্দু। তাহলে বুঝবেন সেখানেই রয়েছে গোপন ক্যামেরা।
তবে ইদানিং অনেক প্রতারক ব্লুটুথ এর মাধ্যমে গোপন ক্যামেরা চালায়। আপনার মোবাইলের ব্লুটুথ অন করে কাছাকাছি কী কী ডিভাইস আছে পরীক্ষা করুন। অনেক সময় প্রতারকরা আয়নার পেছনে লুকিয়ে রাখে গোপন ক্যামেরা। সেই ক্যামেরা পরীক্ষা করার একটি পদ্ধতি আছে। আয়নার উপর চেপে ধরুন আপনার হাতের আঙুল। আঙুল ও আঙুলের প্রতিফলনের মধ্যে যদি ফাঁক থাকে তাহলে ভালো করে পরীক্ষা করে দেখুন, সেখানে থাকতে পারে গোপন ক্যামেরা।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ