প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এক নারী। দুজনে মিলে বসেন এক রেস্তোরাঁয়। খাবারের তালিকা আসার পর ওই নারী বেছে নেন উপাদেয় ঝিনুক। তিনি একে একে খেয়ে নেন ৪৮টি ঝিনুক। আর সেই ঝিনুকের বিল আসার পর তা না দিয়ে একপর্যায়ে পালিয়ে গেছেন ছেলেবন্ধুটি।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, সেই ঝিনুক খাওয়ার অভিজ্ঞতার এক ভিডিও ইকুয়ানাববি নামের একটি টিকটক অ্যাকাউন্টে শেয়ার করা হয়। এরই মধ্যে এটি ১০ লাখের বেশিবার দেখা হয়েছে। ওই নারী বলেন, বিল আসার পরই তার বন্ধু শৌচাগারে যাওয়ার কথা বলে উঠে যান। আর ফেরেননি। তার বন্ধু মাত্র একটি পানীয় অর্ডার করেছিলেন।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার ফন্টেইনের অয়েস্টার হাউসে তারা দেখা করেন। উপাদেয় সেরা ঝিনুকের জন্য রেস্তোরাঁটি বেশ পরিচিত। খাদ্যতালিকা হাতে নিয়ে ওই নারী প্রথমে এক প্লেটে এক ডজন ঝিনুক দিতে বলেন। এরপর একে একে আরও ঝিনুক আনতে বলেন। সব মিলে তিনি ৪৮টি ঝিনুক খেয়ে ফেলেন। শেষ প্লেটটি আনার পর তার বন্ধু রাগান্বিতভাবে তাকাচ্ছিলেন। তবে তিনি পাত্তা দেননি। কারণ, ঝিনুক ছিল দারুণ উপাদেয়।
পরে ওই নারী খাদ্যতালিকা দেখে ক্র্যাবকেক ও লাল আলু দিতে বলেন খাবার পরিবেশনকারীকে। কিছুক্ষণ পর খাবারের বিল আসে ১৮৪ মার্কিন ডলার। তখনই ছেলেবন্ধুটি শৌচাগারে যাওয়ার কথা বলে বেরিয়ে পড়েন। আর ফেরেননি। এরপর ওই নারী আধা ঘণ্টা অপেক্ষা করেন বলে দ্য ইনডিপেনডেন্টের খবরে বলা হয়। ভিডিওতে ওই নারী বলেন, বিল পরিশোধের পরও তিনি তার বন্ধুকে খুদে বার্তা পাঠান। জবাবে বন্ধু যে বার্তা পাঠান, তাতে লেখা ছিল, ‘আমি তোমাকে পানীয় অর্ডার করতে বলেছিলাম। তুমি একের পর এক খাবার অর্ডার করে গেছ। ক্যাশ অ্যাপ ব্যবহার করে আমি শুধু পানীয়র বিল দিতে পারি।’
এ ভিডিওর নিচে অনেকেই ওই নারীর পক্ষ নিয়ে মন্তব্য করেছেন। আবার অনেকে বন্ধুটির পক্ষ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। এনডিটিভি
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ