ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ভয়েস মেসেজে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

প্রকাশনার সময়: ২১ অক্টোবর ২০২৩, ১৪:৫০

প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আসছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এবার অডিও পাঠানোর ক্ষেত্রে বড় ধরনের ফিচার আনতে চলেছে এই অ্যাপটি।

অডিও-তেও আসছে ‘ভিউ ওয়ান্স’ ফিচার। অর্থাৎ এবার থেকে কাউকে অডিও পাঠালে বা কেউ আপনাকে অডিও মেসেজ পাঠালে চাইলে এমনভাবেই পাঠাতে পারবেন, যাতে মাত্র একবারই তা শোনা যাবে। তবে এই ফিচারটি নিয়ে আপাতত বিটা ভার্সনের জন্য পরীক্ষা নিরীক্ষা চলছে বলেই জানা গেছে।

প্রসঙ্গত, এর আগেই ছবি ও ভিডিওর ক্ষেত্রে ভিউ ওয়ান্স ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। এই পদ্ধতিতে ছবি বা ভিডিও পাঠালে প্রাপক তা মাত্র একবারই দেখতে পারেন।

ব্যবহারকারীদের গোপনীয়তা বজায়ের রাখতে নতুন এই পদ্ধতি বেশ উপকারী বলেই মনে করে সংস্থা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ