শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ফোনের আসল-নকল চার্জার চেনার উপায়

প্রকাশনার সময়: ২০ অক্টোবর ২০২৩, ১৫:৪১ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩, ১৫:৪৫

বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার বেড়েই চলছে। আর সেই স্মার্টফোন নানান কাজে ব্যবহার করা হয়। তবে সারাক্ষণ ফোন ব্যবহারের কারণে এক সময়ে চার্জ শেষ হয়ে যায়। তাই ফোনকে চার্জ দিয়ে আবারও ব্যবহারের উপযোগী করতে হয়। তবে আসল চার্জার দিয়ে চার্জ না দিলে অনেকের সাধের ফোনও নষ্ট হয়ে যেতে পারে।

প্রতিটা কোম্পানি তাদের ফোনের সঙ্গে চার্জার দিয়ে দেয়। ফোন ভালো রাখতে আসল চার্জার ব্যবহার করা খুবই জরুরি। তবে অনেক সময় আসল চার্জার নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়। যার ফলে বাজার থেকে চার্জার নিতে হয়। তবে আসল নাকি নকল তা অনেকেই যাচাই করতে পারি না।

জেনে নিন আসল-নকল চার্জার চেনার উপায়-

আইফোন : আইফোনের সঙ্গে অ্যাপল একটি চার্জার দিয়েই দেয়। তবে বাজারেও আইফোনের অসংখ্য চার্জার পাওয়া যাবে। যার বেশিরভাগই নকল। আইফোনের আসল চার্জারে ‘ডিজাইনড বায় অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া’ লেখা থাকবে। অ্যাপল লোগোটি নকল চার্জারে গাঢ় কালো রঙের দেখাবে।

শাওমি : শাওমির নকল চার্জার চিনতে হলে কেবলের দৈর্ঘ্য মেপে নিন। যদি কেবলটি লম্বায় ১২০ সেন্টিমিটারের কম হয় বা অ্যাডাপ্টর বড় হয়, তাহলে ধরে নিতে হবে চার্জারটি নকল।

গুগল পিক্সেল : গুগল পিক্সেলেরও নকল চার্জার পাবেন বাজারে। গুগল সব সময় পিক্সেল ফোনের সঙ্গে ফাস্ট চার্জার সরবরাহ করে থাকে। যদি পিক্সেল ফোনটি চার্জ হতে অনেক সময় নেয়, তাহলে বুঝতে হবে চার্জারটি নকল।

ওয়ানপ্লাস : চার্জিং এর সময় চার্জারের আলো ব্লিঙ্ক না করে তবে তা নকল চার্জার। আসল চার্জারে ফোন চার্জিং এর সময় এই আলো ব্লিঙ্ক করে।

হুয়াওয়ে : হুয়াওয়ের আসল ও নকল চার্জার চিনতে বারকোডের সাহায্য নিন। হুয়াওয়ে চার্জারের বারকোড তথ্যের সঙ্গে অ্যাডাপ্টরের বারকোড তথ্যের মিল পাওয়া গেলে বুঝতে হবে চার্জারটি আসল।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ