ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

যেভাবে ফ্রিজ চালালে বিপদ হতে পারে

প্রকাশনার সময়: ১৪ অক্টোবর ২০২৩, ১৫:০৯

বর্তমান যুগ বিজ্ঞানের জয় যাত্রার এক যুগান্তকারী যুগ। বিজ্ঞান-প্রযুক্তির কল্যাণে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় নানা প্রযুক্তির আগমন ঘটেছে। তবে ব্যবহারের দিক থেকে এর আর্শীবাদ ও অভিশাপ দুটিই আছেই। আশীর্বাদের মধ্যে রয়েছে রেফ্রিজারেটর, টিভি এবং ওয়াশিং মেশিনসহ নানা প্রযুক্তি। এগুলো ব্যবহারের দিকে খেয়াল না রাখলে সামান্য ভুলে সীমাহীন ক্ষতি হতে পারে। তেমনি আপনার ছোট একটি ভুলে ফ্রিজে যেকোনো সময় বিস্ফোরণে আপনার মৃত্যুর কারণ হতে পারে।

অনেকেই মনে করেন মাইক্রোওয়েভ আর এসির ক্ষেত্রে বিস্ফোরণ হয়। আপনার ব্যবহৃত ফ্রিজটির ক্ষেত্রেও এমনটি ঘটতে পারে।

জেনে নিন যেভাবে ফ্রিজকে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করবেন-

রেফ্রিজারেটর বিস্ফোরণের আগে ফ্রিজটিতে হঠাৎ শব্দ করতে শুরু করবে। গরম থাকে ঠান্ডা হতে চায় না। যখন সঠিকভাবে কাজ করে তখন রেফ্রিজারেটরের কম্প্রেসার থেকে একটি হালকা আওয়াজ আসে। ঠিকভাবে কাজ না করলে সেই আওয়াজ অনেকটাই বেড়ে যায়। সেদিকে খেয়াল রাখতে হবে।

বিস্ফোরণের নেপথ্যে সবচেয়ে বড় কারণ হলো কম্প্রেসার। ফ্রিজে রাখা জিনিসগুলোকে ঠান্ডা করতে কম্প্রেসার ব্যবহার করা হয়। যখন সেই কম্প্রেসারে কোনো সমস্যা হয়, তখনই বিপদ দেখা দেয়। বিস্ফোরণের আগে রেফ্রিজারেটরের পেছনের দিক খুব গরম হয়ে যায়। যে কারণে ফ্রিজের কম্প্রেসার ঠিকভাবে কাজ করতে পারে না। এ কারণেই ফ্রিজে হঠাৎ করে আগুন ধরে যেতে পারে।

ফ্রিজটি গরম হয়ে যাচ্ছে কিনা খেয়াল রাখুন। যদি ফ্রিজটি ঠান্ডা না হতে চায় তাহলে প্রথমেই ফ্রিজটি বন্ধ করে দিন। সকল প্রকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ধীরে ধীরে ফ্রিজটি বাইরে থেকেই ঠান্ডা হয়ে গেলে কোনো বিশেষজ্ঞকে ডেকে পরীক্ষা করিয়ে নিন।

নয়া শতাব্দী/এসএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ