যেসব ফোনে অ্যান্ড্রয়েড ১৩ বা তার পূর্বপরবর্তী অপারেটিং সিস্টেমগুলো আছে সেসব অপারেটিং সিস্টেমের ডিভাইসগুলো সাইবার আক্রমণের শিকার হয়। সেসব ফোনে অপারেটিং সিস্টেমে একাধিক দুর্বলতার ফলে ব্যবহারকারীদের জন্য বড় ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সিইআরটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসব তথ্য জানিয়েছে। তারা সার্ট-ইন দুর্বলতাগুলোকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে দাবি করেছে।
সংস্থাটি জানায়, সাইবার আক্রমণকারীরা সেই দুর্বলতার সুযোগে ব্যবহারকারীদের ডিভাইসে নিজস্ব কোড কার্যকর করতে পারে। ফলে বিভিন্ন ম্যালিশিয়াস ফাইলও ব্যবহারকারীর ডিভাইসে ইনস্টল করে হ্যাকাররা আপনার ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। ফলে আপনার অত্যন্ত সুরক্ষিত ডেটা চুরি হয়ে যেতে পারে।
প্রতিবেদনে সিইআরটি উল্লেখ করেছে, অ্যান্ড্রয়েড ১১, ১২, ১২ এল এবং ১৩ সাপোর্ট করা ডিভাইসগুলো বিপদের সম্মুখীন হতে চলেছে। এগুলোর মধ্যে ফ্রেমওয়ার্ক, সিস্টেম, গুগল প্লে সিস্টেম আপডেটের মতো গুরুত্বপূর্ণ উপাদানের সঙ্গে বিভিন্ন হার্ডওয়্যার নির্মাতার উপাদান যেমন আর্ম, মিডিয়াটেক, ইউনিসক, কোয়ালকম এবং এমনকি কোয়ালকমের ক্লোজ-সোর্স উপাদানও অন্তর্ভুক্ত রয়েছে।
এ সমস্যার সমাধানে গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন আপডেট রিলিজ করে দিয়েছে। তাই, সুরক্ষিত থাকতে ইউজারদের অবশ্যই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট করে রাখতে হবে। সিস্টেম আপডেটের মাধ্যমেই অ্যান্ড্রয়েড ডিভাইস সুরক্ষিত রাখা যায়।
জেনে নিন যেভাবে আপনার ফোন সুরক্ষিত রাখবেন-
আপনার অ্যান্ড্রয়েড ফোনটির অপারেটিং সিস্টেম আপডেট করে সিকিওরিটি ফিচার্স পাবেন। এর মাধ্যমে বিভিন্ন দুর্বলতার বিরুদ্ধে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি লড়াই করতে পারবে।
অযথাই কোনো অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করা উচিত নয়। থার্ড পার্টি স্টোরগুলো থেকে যে কোনো অ্যাপ ডাউনলোড করবেন না। অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে আপনার গুগল প্লে স্টোরের ওপর ভরসা করা উচিৎ।
অনুমতি দেওয়া বিষয়গুলো চেক করুন। যদি মনে হয়, কোনো অ্যাপ আপনার থেকে অতিরিক্ত তথ্য চেয়ে বসছে, তাহলে সেগুলো ব্যবহার করা বন্ধ করুন।
প্রয়োজনে আপনার সব তথ্য সুরক্ষিত রাখতে ডেটার জন্য অতিরিক্ত সোর্স বা ক্লাউড স্টোরেজে ব্যাকআপ করে রাখতে পারেন।
নয়া শতাব্দী/এসএ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ