লিংকডইনের মতো চাকরি খোঁজার প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে ইলন মাস্ক। এই প্ল্যাটফর্মের নাম হায়ারিং। মাইক্রোসফটের মালিকাধীন প্ল্যাটফর্ম লিংকডইনকে টক্কর দেবে ইলনের এই নতুন মাধ্যম।
ইতিমধ্যে ভেরিফায়েড কোম্পানিগুলোর জন্য একটি বেটা ভার্সন লঞ্চ করেছে এক্স। একাধিক বড় বড় কোম্পানি এবার থেকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরিপ্রার্থী নিয়োগ করতে পারবে। তবে এর জন্য খরচ করতে হবে মোটা টাকা।
কোম্পানিগুলোকে প্রতি মাসে একটি নির্দিষ্টি চার্জ দিতে হবে ইলন মাস্কের কোম্পানিকে। মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মের নতুন জব হান্টিং প্ল্যাটফর্মের নাম ‘হায়ারিং’।
ইলন মাস্কের কোম্পানি জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে কোম্পানিগুলো সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলোকে তালিকাভুক্ত করতে পারবে এবং লক্ষ লক্ষ প্রার্থীদের কাছে পৌঁছাতে পারবে।
এই প্রসঙ্গে ইলন মাস্ক জানান, লিংকডইনের থেকেও সেরা হবে এই ফিচার।
ভেরিফায়েড প্রতিষ্ঠানগুলোকে চাকরি পোস্ট করার জন্য লাখ খানেক টাকা দিতে হবে। এই টাকা দিলে তবেই তারা হায়ারিং প্ল্যাটফর্মে চাকরির তথ্য শেয়ার করতে পারবে। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, এখানেই থেমে থাকতে চাইছে না এক্স।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ