ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

এবার ইউটিউবে ট্রেন্ডিংয়ে সাঈদী

প্রকাশনার সময়: ২৫ আগস্ট ২০২৩, ২১:২৭

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতনেতা দেলাওয়ার হোসাইন সাঈদী গেল ১৪ আগস্ট হার্ট অ্যাটাকে মারা গেছেন।

তার মৃত্যুর পর তাকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা। তাকে ঘিরে এখনো সরব সামজিক যোগাযোগ মাধ্যম। বিশেষ করে ইউটিউবে ছয়লাব তাকে নিয়ে বানানো বিভিন্ন কনটেন্ট।

সামাজিক ভিডিও মাধ্যম ইউটিউবের ট্রেন্ডিংয়ে দেখা যায়, সবশেষ জনপ্রিয়তা পেয়েছে এমন ৯০ টি ভিডিওর তালিকা দেওয়া হয়েছে। যেখানে ৩২টি ভিডিও আছে শুধু দেলাওয়ার হোসাইন সাঈদীর ওপর বানানো। যার সবগুলোই প্রায় মিলিয়ন ছাড়িয়ে গেছে। এর মধ্যে অন্তত ৬টি ভিডিও আছে যার প্রত্যেকটি দেখা হয়েছে ৩০ থেকে ৪০ লাখ বার করে।

এসব ভিডিও বানানো হয়েছে, সাঈদীর ওয়াজ, জীবনী, কোথায় দাফন, মৃত্যুর আগে তিনি কি বলে গেছেন এসব বিষয় নিয়ে। অবশ্য চটকদার শিরোনাম আর থাম্বনেইল দিয়েও দর্শক আকৃষ্ট করেছেন অনেক ইউটিউবার।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ