শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

নতুন ফিচার আনলো ইনস্টাগ্রাম

প্রকাশনার সময়: ১৭ আগস্ট ২০২৩, ১৩:১৯

কোনো গ্রুপ ছবি পোস্ট করলে বা কোনো মজার পোস্ট বন্ধুদের সাথে শেয়ার করতে চাইলে, সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করা হয়। আর সোশ্যাল মিডিয়ায় তরুণদের কাছে জনপ্রিয় মাধ্যম হলো ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে গ্রুপ ছবি পোস্ট করলে বন্ধুদের ট্যাগ দিতে ভুলেন না তারা। তবে এই মাধ্যমে একজন একজন করে খুঁজে ট্যাগ দেওয়া বেশ সময় সাপেক্ষ ব্যাপার আর ঝামেলারও।

এবার ইনস্টাগ্রাম একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যা ব্যবহারকারীদের একটি স্টোরিতে একাধিক ব্যবহারকারীকে ট্যাগ করতে পারবে। ঝামেলাও কমবে আর সময়ও বাঁচবে। ইনস্টাগ্রামের নতুন এই ফিচারের নাম গ্রুপ মেনশন ফিচার।

মেটার আওতাধীন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, এই প্ল্যাটফর্মটি একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা করছে যার দ্বারা ব্যবহারকারীরা এক ক্লিকেই একটি স্টোরিতে কয়েকজনকে একসাথে ট্যাগ করতে দেবে। যেখানে একটি গ্রুপের নাম উল্লেখ করলেই সেই গ্রুপের যত ব্যবহারকারী আছেন সবাইকে সেখানে ট্যাগ দেওয়া যাবে।

তবে ধারণা করা হচ্ছে, এ জন্য হয়তো আলাদা আলাদা কোনো গ্রুপ তৈরি করার অনুমতি দিতে পারে ইনস্টাগ্রাম। যখন কেউ সেই গ্রুপটিকে ট্যাগ করবে তখন সেই গ্রুপের সদস্যদের নাম স্বয়ংক্রিয়ভাবে ট্যাগ হতে পারে।

নয়া শতাব্দী/এসএম/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ