ডেনমার্কের তরবিয়র্ন থর পেডেরসেন ২০১৩ সালের ১০ অক্টোবর বের হন অদ্ভুত এক ভ্রমণে। তিনি পরিকল্পনা করেন, বিশ্বের সব দেশ ঘুরবেন, কিন্তু কোনো দেশে যেতে উড়োজাহাজে চড়বেন না। নিজ ভ্রমণের স্বার্থে পেছনে ফেলে আসেন বান্ধবী, চাকরি, পরিবার সবকিছু। প্রায় দশ বছর পর তার সে লক্ষ্য পূরণ হয়েছে। অবশেষে তিনি ফিরেছেন নিজ দেশে।
পেডেরসেন শুরুতেই নিজের জন্য কয়েকটি নিয়ম ঠিক করে নিয়েছিলেন, যেমন প্রতিটি দেশে তিনি অন্তত ২৪ ঘণ্টা থাকবেন, যতটা সম্ভব সস্তায় থাকার চেষ্টা করবেন, দিনপ্রতি মাত্র ২০ ডলার খরচ করবেন ইত্যাদি। ডেনমার্কের ওই নাগরিকের লক্ষ্য পূরণ হয় ২৪ মে। সেদিন তিনি সফলভাবে তার তালিকার চূড়ান্ত ও ২০৩তম দেশ মালদ্বীপ সফর করেন।
লক্ষ্য পূরণের পর ডেনমার্কে ফেরার সময়ও উড়োজাহাজে চড়েননি পেডেরসেন। তার জন্য আকাশপথে ফেরাটাই সহজ হতো। কিন্তু পেডেরসেন চেয়েছিলেন পরিকল্পনা পুরোপুরিভাবে সম্পন্ন করতে। বাড়ি ফেরার জন্য বেছে নেন বড় আকারের কন্টেইনার বহনকারী জাহাজ। ৩৩ দিন সমুদ্রে কাটানোর পর বাড়ি ফেরেন তিনি। সিএনএন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ