বর্তমানে আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তার ওয়েবসাইট চ্যাটজিপিটি। কাজকে আরও সহজ করে দিতে এবং সকল তথ্য পেতে ইতোমধ্যেই জনপ্রিয় হয়ে উঠছে এই ওয়েবসাইট।
কিন্তু সম্প্রতি এটি ব্যবহার করে সাইবার হামলা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের সাইবার সিকিউরিটির প্রধান ডা. মোহাম্মদ আল কুয়েতি।
দুবাইতে ষষ্ঠ সিএসআইএস সাইবার সিকিউরিটি ইনোভেশন সিরিজ কনফারেন্সে বক্তব্য প্রদানকালে তিনি এই আশঙ্কার কথা জানান।
তিনি বলেন, ‘প্রযুক্তি একটি দুই দিকে ধার যুক্ত তলোয়ার। ফলে এর ব্যবহারও যত্ন সহকারে করতে হবে। সাইবার আক্রমণকারীরা র্যানসমওয়্যার আক্রমণ করতে চ্যাটজিপিটি ব্যবহার করছে।’আমিরাতের সাইবার সিকিউরিটি প্রধানের এই বক্তব্য বর্তমান যুগের সাইবার নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন ছুড়ে দিচ্ছে।
ডা. মোহাম্মদ আল কুয়েতি বলেন, ‘বছরের শুরুতে মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে র্যানসমওয়্যার এবং ফিশিং আক্রমণ। সাইবার আক্রমণকারীরা চ্যাটজিপিটির ব্যাপক ব্যবহারের মাধ্যমে হামলা করতে পারে। সংযুক্ত আরব আমিরাতের সাইবার সিকিউরিটি টিম ও আমাদের অংশীদারদের সঙ্গে এই নিয়ে তদন্ত করেছি।’
তিনি বলেন, ‘বর্তমানে এটি সত্যিই স্পষ্ট যে সাইবার প্রতিরক্ষা খাতে চ্যাটজিপিটি একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। অপরাধীরা আক্রমণ শুরু করার জন্য চ্যাটজিপিটির অনেক দিক ব্যবহার করে টুল ডিজাইন করছে।’
সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, বিমান চলাচল, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা খাতের বিরুদ্ধে সাইবার হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন এই সাইবার সিকিউরিটি প্রধান।নয়াশতাব্দী/এসএম/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ