ওপেনএআই’র আবিষ্কার কৃত্রিম বৃদ্ধিমত্তা সিস্টেম চ্যাটজিপিটির ত্রুটি বের করলেই মিলবে ২০ হাজার ডলার পর্যন্ত পুরষ্কার। ব্যবহারকারীদের জন্য মিলবে এ পুরষ্কার।
গত মঙ্গলবার (১১ এপ্রিল) এক লাইভ প্রোগ্রামে ওপেনএআই তাদের বাগবাউন্টি প্রোগ্রাম উন্মেচন করেছে। এর আলোকেই বাগবাউন্টি হান্টাররা পুরষ্কারগুলো পাবেন। প্রতিটি বাগের জন্য দেওয়া হবে ২০০ ডলার করে।
এ ছাড়া ওপেনএআই সাইবার নিরাপত্তা গবেষকদের আমন্ত্রণও জানিয়েছে, যাতে তারা চ্যাটজিপিটির কার্যপদ্ধতি পরীক্ষা করে কোনো ত্রুটি থাকলে তা খুঁজে বের করতে পারে। প্রযুক্তি কোম্পানিগুলো প্রায়ই নিজেদের সিস্টেমে ত্রুটি বের করার জন্য বাগ খুঁজে বের করতে দক্ষ কম্পিউটার প্রোগ্রামার ও ইথিক্যাল হ্যাকারদের উৎসাহিত করতে বাগ বাউন্টি হান্টিং প্রোগ্রামের ঘোষণা দিয়ে থাকে।
ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি গতবছরের নভেম্বরে প্রকাশ পাওয়ার পর প্রযুক্তি জগতে ব্যাপক আলোড়ন তোলে। এরই মধ্যে চ্যাটজিপিটির থেকেও বহুগুণে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জিপিটি-৪’ নিয়ে এসেছে তারা।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ