ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মা-বাবার জন্মদিনে জন্ম নিল সন্তান

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২২, ১৭:০৯
বাবা ডিলান ও মা ক্যাসিডির সঙ্গে নবজাতক লেনন স্কট

একটি শিশুর জন্ম যেকোনো পরিবারে আনন্দের বন্যা বইয়ে দেয়। যদি শিশুটির জন্মতারিখ মা-বাবার সঙ্গে মিলে যায়, তাহলে আনন্দ নিশ্চয়ই বহুগুণ বেড়ে যাবে।

সম্প্রতি এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের একটি পরিবারে। নবজাতকের জন্মদিন মিলে গেছে মা-বাবার সঙ্গে। নবজাতকের নাম লেনন স্কট। বাবা ডিলান স্কট আর মা ক্যাসিডি স্কট। ডিলান-ক্যাসিডি দম্পতির বসবাস যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের আলাবামা অঙ্গরাজ্যে।

১৭ ডিসেম্বর প্রসববেদনা ওঠে ক্যাসিডির। আলাবামার হান্টসভিলের নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে ওই দিন সন্তান জন্ম দেননি ক্যাসিডি। দিন পেরিয়ে রাত হয়, অবশেষে ডিলান-ক্যাসিডি দম্পতির কোলজুড়ে আসে মেয়েসন্তান লেনন। ততক্ষণে ঘড়ির কাঁটা রাত ১২টার ঘর পেরিয়ে গেছে। ক্যালেন্ডারের পাতায় তখন ১৮ ডিসেম্বর। রাত সাড়ে ১২টার দিকে জন্ম নেয় লেনন।

মজার বিষয় হলো— সেদিন ছিল ডিলান ও ক্যাসিডি-দুজনেরই জন্মদিন। নিজেদের জন্মদিনে সন্তানের জন্ম হওয়ায় বেশ খুশি এ দম্পতি। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পোস্টে ডিলান-ক্যাসিডি দম্পতিকে অভিনন্দন জানান হয়েছে।

পোস্টে আরও বলা হয়, মা-বাবা-সন্তানের জন্মদিন একই দিনে, সচরাচর এমন ঘটনা দেখা যায় না। বিশ্বে প্রতি ১ লাখ ৩৩ হাজার শিশুর মধ্যে মাত্র একটি শিশু এমন সৌভাগ্য নিয়ে জন্মায়। মা-বাবার সঙ্গে একই দিনে জন্মদিন উদ্‌যাপন করতে পারে সেই শিশু। লেনন তেমনই এক শিশু।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ