ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খাবার পৌঁছাবে রোবট!

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২২, ১৩:২২

মহানগর থেকে মফস্বল, এখন রাস্তায় বেরোলেই পিঠে খাবারের বাক্স নিয়ে মোটরবাইকে চেপে ঘুরতে দেখা যায় বহু খাদ্য সরবরাহকারী সংস্থার কর্মীকে। ঝড়-বৃষ্টি-রোদে দিনরাত এক করে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেন তারা। কিন্তু অদূর ভবিষ্যতে কি মুছে যাবে এই দৃশ্য? পরিবহন সংস্থা উবেরের সাম্প্রতিক এক উদ্যোগ উস্কে দিল তেমন জল্পনাই। আমেরিকায় অ্যাপ ক্যাব পরিষেবার পাশাপাশি উবের খাদ্য সরবরাহকারী সংস্থা হিসাবেও কাজ করে। বৃহস্পতিবার ফ্লোরিডা শহরে খাবার পৌঁছে দেওয়ার জন্য তারা চালু করেছে স্বয়ংক্রিয় এক পরিবহন ব্যবস্থা।

কার্টকেন নামের একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে উবের বাজারে এনেছে চাকা লাগানো বাক্সের মতো এক ধরনের রোবট। একই যানের ভিতরে খাবার ভরে পাঠিয়ে দেওয়া যাবে নির্দিষ্ট গন্তব্যে। অত্যাধুনিক ক্যামেরা, নেভিগেশন পদ্ধতি ও ম্যাপ কাজে লাগিয়ে চালক ছাড়াই এই রোবটগুলি গন্তব্যে পৌঁছে যেতে পারে। মানুষ সাধারণত যে গতিবেগে হাঁটে, এগুলোর গতিবেগ তার থেকে একটু বেশি। সর্বোচ্চ গতিবেগ ৩ ঘণ্টা প্রতি মাইল। তবে যান চলাচলের রাস্তায় নামানো হবে না এই রোবটগুলিকে। মূলত পথচারীদের জন্য নির্মিত ফুটপাথেই চলবে এগুলো। ক্ষেত্র বিশেষে যদি পথে কোনো অসুবিধা হয় কিংবা রাস্তা বন্ধ থাকে, তবে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যাবে যানগুলো। সংস্থার দাবি, বৃষ্টিতেও রোবটগুলো স্বচ্ছন্দে চলতে পারে।

কিন্তু হঠাৎ এমন রোবটের দরকার পড়ল কেন? সংস্থার দাবি, রাস্তার যানজট কমাতে, পরিষেবার মান ভালো করতে এবং যানবাহন থেকে হওয়া বায়ুদূষণ কমানোর লক্ষ্যেই এমন সিদ্ধান্ত। যদি ঘটনার নেপথ্যে অন্য কারণ দেখছেন খাদ্য সরবরাহকারী সংস্থার কর্মীদের একাংশ। কিছু দিন আগেই বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন সংস্থার কর্মীরা। কিন্তু সংস্থা সেই দাবি মানতে চায়নি। উবেরইটসের বিরুদ্ধে করা সেই মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। অনেকেই মনে করছেন রোবটের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়ার সুযোগ যত বাড়বে, ততই কর্মী নির্ভরতা কমবে। ফলে আরও বেশি মুনাফা হবে সংস্থার। আনন্দবাজার।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ