মধ্য রাত
পুরোনো ঢাকার নাজিমুদ্দিন রোড
কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে দড়াম দড়াম বুটের লাথি
গেটের ফোকর দিয়ে রক্ষী দেখলেন ভারী অস্ত্র হাতে সামরিক পোশাক পরা ছয়জন আততায়ী গেটে লাথি মেরে জেলখানার গেট খুলতে বলছে
রক্ষী গেট খুলতে অস্বীকার করলে তারা জেলারকে ডেকে দিতে বলে
জেলার এলে তাকে গেট খুলে দেবার জন্য বঙ্গভবনের আদেশ পত্র দেখানো হয়
জেলার সেটাকে প্রত্যাখ্যান করলে, জেলারকে ফোন করে স্বয়ং প্রেসিডেন্ট মোশতাক আহমেদ
মোশতাক জেলারকে বলে, ‘ছেলেরা যা চাইছে, সেটা ওদের করতে দাও এটা আমার আদেশ’
অতঃপর জেলার বাধ্য হলেন জেলের প্রধান ফটক খুলতে দিতে
ছয়জন ঘাতক যমদূত হয়ে ভেতরে ঢুকলো
দাঁড়ালো নির্দিষ্ট চারটি কক্ষের সামনে, রক্ষীকে
বললো সেলের তালা খুলে দিতে, রক্ষী তালা খুলে দিলে ঘাতকেরা বন্দীদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে এস এম জির ব্রাশ ফায়ারে ঝাঁঝরা করে দিলো চারজন রাজবন্দীর শরীর
মৃত্যু নিশ্চিত করার জন্য সবার শরীরে বেয়নেট
চার্জ করে, তারপর দিগ্বিজয়ীর মত বেরিয়ে যায়
আর বাংলার চার সূর্য সন্তানের ঝাঁঝরা হয়ে যাওয়া শরীর থেকে রক্ত গড়িয়ে করিডোর যায় ভিজে
বঙ্গবন্ধুকে হত্যার ৭৮ দিন পর জাতি আরো একটি নারকীয় হত্যার সাক্ষী হয়ে রইলো
তাজ উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী,
সৈয়দ নজরুল ইসলাম এবং এম কামারুজ্জামান
আহ, কি শৌর্য দীপ্ত, বুদ্ধিদীপ্ত আর সূর্যসম নাম
আহ, তারা হারিয়ে গেলেন বাংলার মাটি থেকে
আর রয়ে গেলেন আমার হৃদয়েঅস্ট্রেলিয়ায় সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোআ অনুষ্ঠানে জাতীয় চার নেতাকে নিয়ে নিজের লেখা এই ছড়া পাঠ করেন সুহৃদ সোহান হক।
সিডনীর লাকেম্বার বাংলাদেশি রেস্টুরেন্টের ধানসিঁড়িতে নৈশভোজের মাধ্যমে শেষ হয় শোক দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ডঃ সিরাজুল হক, পি এস চুন্নু এবং সঞ্চালক আব্দুল খান রতন।
দোআ পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা হাবিব হাসান টুলু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ সিরাজুল হক। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক প্রদ্যুৎ সিং চুন্নু এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খান রতন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এবং রাজশাহীর সিটি মেয়র জনাব খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক এপিএস ও মাগুরা ১ আসনের সাংসদ জনাব সাইফুজ্জামান শিখর। মূল আলোচক ছিলেন ওয়েস্টার্ন সিডনী ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক ডঃ মাসুদুল হক। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডঃ রফিকুল ইসলাম। এবং লেখক, বিজ্ঞানী ও বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ডঃ রতনলাল কুণ্ডু।
জেলহত্যা দিবস ও বর্তমানে আমাদের করণীয় সম্পর্কে আলোকপাত করেন বঙ্গবন্ধু পরিষদ সিডনীর সহ সভাপতি ডঃ তরিকুল ইসলাম ও আলতাফ হোসেন লাল্টু।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সহ সভাপতি মুস্তাফিজুর রহমান রানা এবং বিলকিস জাহান। বিলকিস জাহান মহিলা আওয়ামীলীগের সভানেত্রীও বটে।
এতে আরও বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনলিপি নিউজ ডটকমের চেয়ারম্যান এস এম দিদার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী শিকদার। সাংগঠনিক সম্পাদক আবুল বাশার রিপন, শাহ কামাল, আওয়ামী লীগ নেতা আব্দুস শাকুর ও ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম রুবেল।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ