কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক বিষয়ক বিভাগ জানিয়েছে, দেশটির ভিসাধারীরা ছয় মাস বা এর বেশি সময় দেশের বাইরে অবস্থান করলে স্বয়ংক্রিয়ভাবে প্রবাসীদের ভিসা বাতিল হয়ে যাবে।
স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক বিষয়ক বিভাগ অনুচ্ছেদ ১৭ (সরকারি সেক্টর ভিসা), ১৯ (অংশীদার ভিসা), ২২ (ফ্যামিলি ভিসা), ২৩ (স্টুডেন্ট ভিসা) এবং ২৪ (সেলফ স্পন্সরশিপ ভিসা) ধারী প্রবাসীদের বাসস্থান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ছয় মাসেরও বেশি সময় ধরে কুয়েতের বাইরে আছেন। কুয়েতের বাইরে থাকার সময় গণনা করা হবে ১ আগস্ট ২০২২ থেকে। আর প্রবেশের শেষ সময় ধরা হবে ৩১ জানুয়ারি ২০২৩। যেসব প্রবাসী ছয় মাস বা তার বেশি সময় কুয়েতের বাইরে থাকবেন তাদের বাসস্থান অনুচ্ছেদ ১২ এর প্যারাগ্রাফ ৩ এর বিধান অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
আগে এমন সিদ্ধান্ত অনুচ্ছেদ ১৮ (প্রাইভেট ভিসা) ধারী প্রবাসীদের জন্য নেওয়া হয়েছিল। তখন সময় গণনা শুরু হয়েছিল ২০২২ সালের মে থেকে। প্রাইভেট ভিসা ধারীদের ৩১ অক্টোবরের মধ্যে কুয়েতে প্রবেশ করতে হবে।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ