ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

মিসরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

প্রকাশনার সময়: ২১ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩৫

নীল নদ আর পিরামিডের দেশ মিসরে করোনার প্রাদুর্ভাব এর কারনে অত্যন্ত সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

দূতাবাসে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত মনিরুল ইসলামসহ প্রবাসী বাংলাদেশি ও দূতাবাস কর্মকর্তা-কর্মচারীরা।

মোহাম্মদ ফেরদৌসের উপস্থাপনায়, দিবসটি উপলক্ষে ঢাকা থেকে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো যথাক্রমে দূতালয় প্রধান মুহম্মদ ইসমাঈল হুসাইন, তৃতীয় সচিব মোহাম্মদ আতাউল হক, রফিকুল ইসলাম ও ফারুক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মনিরুল ইসলাম আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, করোনার কারনে আমরা অত্যন্ত সীমিত পরিসরে দিবসটি উদযাপন করছি। আশা করি ভবিষ্যতে মিসরে সকল বাংলাদেশি প্রবাসীদের নিয়ে অনেক বড় পরিসরে মহান শহীদ দিবসসহ বিভিন্ন দিবস পালন করতে সচেষ্ট হব।

রাষ্ট্রদূত, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও তাৎপর্যের উপর বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্যের শুরুতেই ভাষা শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি তার বক্তৃতায় একুশের চেতনায় উজ্জীবিত হয়ে একটি মর্যাদাশীল দেশ হিসাবে বাংলাদেশকে গড়ার কাজে প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের চা-চক্রে আপ্যায়ন করা হয়।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ