ঢাকা, শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ জিলহজ ১৪৪৫

সৌদিতে দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

প্রকাশনার সময়: ২৪ জুন ২০২৪, ১৪:৩৬

সৌদি আরবে দুর্ঘটনায় চাঁদপুরের দুলাল মিজি নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৩ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টায় দেশটির দাম্মামের জুবাইল শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল মিজি (২৮) সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের হারুন মিজির ছেলে।

এঘটনায় দুলাল মিজির বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। দুলালের মা বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন।

বাবা হারুন মিজি বলেন, ‘অনেক কষ্ট আর দেনা করে দুলালকে ২ বছর আগে সৌদি আরবে পাঠিয়েছিলাম। এর মধ্যে কিছু টাকাও পাঠিয়েছিল। এতে পরিবারে স্বচ্ছলতা ফিরতে শুরু করেছিল। এর মধ্যেই আমার ছেলে দুলাল হারিয়ে গেলো।'

রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী বলেন, ‘সৌদি আরবের জুবাইল শহরে নির্মাণ শ্রমিকের কাজ করতো দুলাল। রোববার বিকেলে সেখানে দুর্ঘটনার শিকার হন তিনি। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

চেয়ারম্যান আরও বলেন, ‘প্রবাসে মৃত্যুর ঘটনা প্রশাসনকে জানানো হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে আনার অনুরোধ করেছি। একইসঙ্গে পরিবারটিকে মানবিক সহায়তাসহ ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছি।’

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ