যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি দম্পতি। এ ঘটনায় আহত হয়েছেন তাদের আট বছরের মেয়ে। তার অবস্থা আশঙ্কাজনক।
নিউইয়র্ক থেকে বিংহামটন শহরে যাওয়ার পথে শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিউইয়র্কের গাজীপুর সোসাইটির সাংস্কৃতিক সম্পাদিকা সাথী আহম্মেদ (৪৫) তার স্বামী হাফিজ আহম্মেদ অ্যাঞ্জেল (৫২)।
গুরুতর আহত তাদের মেয়ে রাইদাকে স্থানীয় হাসপাতালে লাইভ সাপোর্টে রাখা হয়েছে। এ ঘটনায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত হাফিজ আহম্মেদের দেশের বাড়ি গাজীপুরে এবং তার স্ত্রী সাথী আহম্মেদের বাড়ি বরিশাল।
তারা দীর্ঘদিন ধরে নিউইয়র্কেই বসবাস করতেন। তাদের ১৮ বছরের এক ছেলে রয়েছে। তার নাম ইসাম।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ