ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ওমানে বাংলাদেশি তরুণের আত্মহত্যা

প্রকাশনার সময়: ২১ জানুয়ারি ২০২৪, ০৮:৫৫
ছবি- সংগৃহীত

ওমানের মাস্কাটে ওরফে শাকিল নামের এক বাংলাদেশি তরুণ আত্মহত্যা করেছেন।

স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) ভোরে ওমানের মাস্টাক শহরে এ ঘটনা ঘটে।

নিহত সফি উল্যাহ ওরফে শাকিল (২৪) নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার কাসেম মিয়ার নতুন বাড়ির শহীদ উল্যার ছেলে।

নিহতের ভগ্নিপতি মো. আবু ছায়েদ ওরফে সালাউদ্দিন জানান, জীবিকার তাগিদে শাকিল ১১ মাস আগে ওমানের মাস্কাট শহরে পাড়ি জমান। সেখানে তিনি ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করতেন। এর মধ্যে দেশে তার পরিবার অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ে। গত কিছু দিন ধরে এ বিষয়ে তার মধ্যে হতাশা কাজ করতো। কিন্তু আমাদেরকে সে বিষয়টি বুঝতে দেয়নি।

তিনি জানান, শনিবার ভোরের দিকে ওমানের মাস্কাট শহরে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন সকালের দিকে কোম্পানির ফোরম্যান বিষয়টি দেশে মুঠোফোনে তার পরিবারকে জানায়।

বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর উদ্দিন ফাহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, শাকিল দেশে থাকতে ছাত্রদলের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ