যুক্তরাজ্যে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে নবনির্বাচিত কাউন্সিল অব ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভা সম্প্রতি সম্পন্ন হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সাবেক কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান মুহিব।
সভায় পার্মানেন্ট মেম্বারদের মধ্য থেকে নির্বাচিত ১৮ জন প্রতিনিধি, লাইফ মেম্বার ও জেনারেল মেম্বারদের দ্বারা যৌথভাবে নির্বাচিত ১৭ জন প্রতিনিধি, সাংবিধানিকভাবে নির্ধারিত প্রতিষ্ঠাতা মেম্বারদের ১০ জন প্রতিনিধি ও প্রতিষ্ঠাতা কর্পোরেট মেম্বারদের ৪ জন প্রতিনিধিসহ সর্বমোট ৪৯ সদস্যের এই নবনির্বাচিত কমিটির পদ-পদবি নির্ধারণ করা হয়।
এক্সিকিউটিভ কমিটি ও উপ-কমিটি সমূহ গঠন করার জন্য সংবিধানের ৪২ ধারায় অর্পিত ক্ষমতা বলে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সভা আহ্বান করেন এবং সাবেক কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিষয়টি সবাইকে অবগত করেন।
সভায় সর্বসম্মতিক্রমে হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমকে চেয়ারপারসন (পদাধিকারবলে) করে সংবিধানের ৪৪ ধারায় অর্পিত নিয়ম অনুসারে মুহিবুর রহমান মুহিবকে সিনিয়র সহ-সভাপতি এবং অধ্যাপক শহীদুর রহমানকে সাধারণ সম্পাদক ও ফয়জুল হককে চিফ-ট্রেজারার করে কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মনজ্জির আলী শেঠ, মোহাম্মদ ইছবা উদ্দিন, হাবিবুর রহমান, নাছির আলী শাহ, আবুল কালাম আজাদ ছুটন, দুলাল উদ্দিন রায়হান, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, একেএম আব্দুল্লাহ, শামীম আহমদ, সহকারী ট্রেজারার নাছিম আহমদ, জবরুল ইসলাম।
এ ছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে এক্সিকিউটিভ কমিটি ও অন্যান্য উপ কমিটি সমূহ সংবিধান অনুযায়ী গঠন করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সেন্টার এর দ্বি-বার্ষিক সাধারণ সভা বিগত ২৬ শে নভেম্বর অনুষ্ঠিত হয়। সভায় ২০ শে ফেব্রুয়ারি দিবাগত রাতে সেন্টারে অমর ২১ শে ফেব্রুয়ারি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ