ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

মিলানে নারীসহ তিন বাংলাদেশির মৃত্যু

প্রকাশনার সময়: ১৪ জানুয়ারি ২০২৪, ১৫:০৩
বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ইসমাইল হোসেন

ইতালির মিলানে কয়েকদিনের ব্যবধানে নারীসহ তিন প্রবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিক্ষার্থী। মিলান কনস্যুলেট অফিসের ভাইস কনস্যুলার সাব্বির আহমেদ বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান।

তিনি জানান, গত কয়েক দিনের ব্যবধানে এক নারী ও এক শিক্ষার্থীসহ তিনজন মারা গেছেন। নিহত নারীর নাম কামরুন নাহার বকথ (৪২)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মারা যান। তার স্বামী শাহীন আহমেদ। বাড়ি সিলেট জেলায়।

চিকিৎসাধীন না ফেরার দেশে চলে যান আরেক প্রবাসী বাংলাদেশিও। তার নাম মাহবুব আহমেদ সৈকত (৪৪)। তার বাবার নাম খোরশেদ আলম। বাড়ি নারায়ণগঞ্জ জেলা সদরের তামাকপট্টিতে।

অন্যদিকে নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে লিভারজনিত রোগে মিলানের একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তার বাবার নাম আবদুল মান্নান। বাড়ি কুমিল্লা জেলার আর রাহমান পাড়ায়।

মৃত্যুর পূর্বে ইসমাইল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলেও জানান ভাইস কনস্যুলার সাব্বির আহমেদ।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ