ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফ্রাঙ্কফুর্ট হোম টেক্সটাইল মেলায় বাংলাদেশ

প্রকাশনার সময়: ১৩ জানুয়ারি ২০২৪, ১৭:৩১

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়ে গেলো হোম টেক্সটাইল শিল্পের বিশ্বের সর্ববৃহৎ মেলা। এ বছর ৬০টি দেশ থেকে ২ হাজার ৮৩৮টি কোম্পানি হোম টেক্সটাইল শিল্পের সর্ববৃহৎ এ মেলায় অংশ নেয়। টাওয়াল, বেড শিটসহ হোম টেক্সটাইল শিল্পের বিভিন্ন পণ্য বিশ্ব বাজারে ছড়িয়ে দিতে বাংলাদেশের ১৭টি কোম্পানি এ বছর মেলায় অংশগ্রহণ করে।

এর মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে নোমান টেরি টাওয়েল, যাবের যুবায়ের ফেব্রিক্স, মমটেক্স এক্সপো, শাবাব ফেব্রিক্স, এসিএস টেক্সটাইলসসহ বেশ কয়েকটি বড় কোম্পানি।

বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় ও জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) সাইফুল ইসলামের তত্ত্বাবধানে বাংলাদেশের কোম্পানিগুলো এ মেলায় অংশ নেয়।

মেলায় অংশ নেওয়া ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন হোম টেক্সটাইল পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দিতে তারা কাজ করছেন। সরকারের সুদৃষ্টি এবং প্রণোদনার পরিমাণ বৃদ্ধি করলে রপ্তানির পরিমান বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা।

মেলা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চার দিনের এ আন্তর্জাতিক মেলায় ১৩০ টি দেশের প্রায় ৪৬ হাজার ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন ও তাদের ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করেন। পরবর্তী মেলা ২০২৫ সালের ১৪ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ